Header Ads Widget

Responsive Advertisement

অচেনা গ্রহ :- তানভীর আহমেদ নাছিম

 

       কবিতা

           অচেনা গ্রহ 

~~~~~~~~~~~~~~~~~

যাকে ভেবেছি সভ্যতা,

কেন তার বিন্দুতে বিন্দুতে

মানুষের রক্তের দাগ ?

যাকে বলছি বিশ্বায়ন,

কেন তার চোখ ভরা লোভ ?

বাজার দখলের হিংস্র ধাবায়

কেন প্রতিটি জাতি বিপন্ন প্রায় ?

পশু আর হিংস্র জানোয়ার থেকে রক্ষা পেতে,

যাকে অস্ত্র বলেছি,

সে কেন শিশুদের চোখ উপরে নেয় ?

সে কেন ধ্বংস লীলায় মাতোয়ারা সারাক্ষণ ?

যাকে নেতা বলেছি,

সে কেন পাইক পেয়াদার মত,

আমার উঠানে ঢোলে বারি দেয় ?

যাকে বিজ্ঞান বলেছি,

সে কেন অজ্ঞানের মত ভয়ানক হয় ?

যাকে ডাক্তার কিংবা উকিল বলেছি,

সে কেন ডাকাতের মত,

নিঃস্বকে আরো নিঃস্ব করে দেয় ?

এ কেমন বিশ্বাসঘাতকতা !

নিজের সাথে নিজের বিশ্বাসঘাতকতা,

এ কী বরবতা নয় ?

এ কী হিংস্রতা নয় ?


এই সবুজ গ্রহটিকে,

প্রতিটি মুহূর্তে দুষিত- অচেনা মনে হয় এখন ।

এখানে প্রতিটি জীবন এখন অনিশ্চিত ।

এ গ্রহ বাসযোগ্য নয় আর ।

এসো প্রত্যয়ী হই

এক নতুন পৃথিবী গড়ার,

যেখানে লোভ-হিংসা,

অথবা কোনরূপ কোন বিদ্বেষ নেই।

বর্ণভেদ কিংবা- নেই কোন শ্রেণী সংগ্রাম ।

ঠিক আমার স্বপ্নের কবিতার মত ।

সমতা ও শান্তির পবিত্র বিশ্বাস নিয়ে,

উড়ে যাব –চলে যাব,

সেই গ্রহে-সেই স্বপ্নে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ