Header Ads Widget

Responsive Advertisement

নিজের ব্যাটিং নিয়ে গর্ব করি

 

আজও ফারুকির বলে আউট হন তামিম। বোল্ড হওয়ার পর। ছবি TAN 24 NEWS


  • আবুধাবি টি-টেন লিগে ফজলহক ফারুকিকে মনে ধরেছিল তামিম ইকবালের। আফগান পেসারকে তখন সেভাবে কেউ চেনে না। এখন তামিমের ‘কল্যাণে’ই সবাই চিনছেন ফারুকিকে।

  • বিপিএলে এবার মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন ফারুকি। গুঞ্জন আছে, তাঁর ঢাকায় হয়ে খেলায় তামিমের প্রচ্ছন্ন সাহায্য ছিল। আর বিপিএলের নেটেও ফারুকিকে ভালোই খেলেছেন তামিম। 

  • ওয়ানডে সিরিজে তবু টানা তিন ম্যাচেই ফারুকির বলে আউট হলেন বাংলাদেশ ওপেনার। তামিমকে (১১, ১২ ও ৮) এই তিন ম্যাচেই দ্রুত তুলে নিয়ে আলোচনায় আফগান বাঁহাতি পেসার।

By using this site, you agree to our Privacy Policy.

খুব স্বাভাবিকভাবেই আলোচনা চলছে, তামিমের ব্যাটিংয়ে কৌশলগত কোনো ত্রুটি আছে কি না। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের হারের পর এ নিয়ে করা প্রশ্নে তামিম নিজের যুক্তিতেই অটল রইলেন। অর্থাৎ, ব্যাটিংয়ের ধরনে কোনো ত্রুটি দেখছেন না তামিম।

প্রথম ওয়ানডেতে ইনিংসের তৃতীয় ওভারে ফারুকির বলে এলবিডব্লু হন তামিম। দ্বিতীয় ওয়ানডেতে আউট হন সপ্তম ওভারে। এবারও ফারুকির বলে এলবিডব্লু। আজ তৃতীয় ম্যাচে অবশ্য বোল্ড, কিন্তু বল সেই একই—ভেতরে ঢোকা ডেলিভারি। তামিম প্রতিবারই আড়াআড়ি পা নিয়ে অনসাইডে খেলতে গিয়ে আগের দুই ম্যাচে এলবিডব্লু, আজ হলেন বোল্ড। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবেই। উঠছেও।


তামিম অবশ্য সংবাদ সম্মেলনে নিজের ভাবনার পক্ষেই ব্যাট ধরলেন, ‘এই জায়গা (অনসাইড) দিয়ে আমি অনেক রানও পেয়েছি। হয়তো আমাকে আরেকটু ভালো করতে হবে এবং সেটা করবও। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটা তো করতেই হবে। যেভাবে আউট হয়েছি, তার চেয়ে দলের জন্য রান করতে না পারাটা আমার জন্য বেশি হতাশার। আমি এটা নিয়ে বেশি ভাবছি না। কারণ, আগে এই একই জায়গা দিয়ে যেমন আউট হয়েছিল, তেমনি রানও করেছি।’

ব্যাটিং নিয়ে তামিমের মাথা ঘামানো নতুন কিছু নয়। সেদিক বিচারে তিন ম্যাচের এ সিরিজে রান না পাওয়াটাই তামিমের কাছে বেশি দুশ্চিন্তার, ‘তিনবার আউট হওয়া এবং সিরিজে রান করতে না পারা আমার জন্য হতাশার। কারণ, নিজের ব্যাটিং নিয়ে গর্ব করি। নিজের ব্যাটিংয়ের মানদণ্ড আমি অনেক উঁচুতে নিয়ে গেছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি দিয়ে গত বছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ফারুকির। ওয়ানডে অভিষেক এ বছর জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে। তারপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচই খেললেন ২১ বছর বয়সী এই পেসার।


ঢাকায় বৃহষ্পতিবার থেকে শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। এই সিরিজেও ফারুকিকে সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে তামিমকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ